• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে ঘরে-দেয়ালে, ভেজা কাপড়ে অলৌকিক আগুন!

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই দফায় দফায় জ্বলে উঠছে আগুন। কখনো ঘরের বিছানায়, কখনো দেয়ালে আবার কখনো ঘরের আলনায়, এমনকি আগুন জ্বলছে উঠানে টাঙানো ভেজা কাপড়েও। তবে কোথা থেকে এলো এই আগুন, জানা নেই কারো। দিনে ক্ষণে ক্ষণে আগুন লাগলেও সন্ধ্যার পর এর মাত্রা বেড়ে যায় আরো।

দিনাজপুরের পার্বতীপুরে পশ্চিম নিউ কলোনির দুপিপাড়া এলাকায় ভ্যানচালক নূর ইসলামের বাড়িতে ঘটে এ ঘটনা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এখন পর্যন্ত আগুনের কোনো উৎস পাওয়া যায়নি। তবে বার বার আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পার্বতীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, কীভাবে আগুন লাগছে এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারছি না। এটি অলৌকিক কিছু হতে পারে। আগুনের এ ঘটনায় কোনো মানুষের হাত নেই। 

গেল ৪ জুন থেকে শুরু করে গত তিনদিন বাড়ির বিভিন্ন স্থানে ৩০ বারের বেশি আগুনের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড়ির মালিক নূর ইসলাম। অলৌকিকভাবে ঘটা এ আগুনের কারণে ঐ পরিবারসহ এলাকাবসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নূর ইসলাম বলেন, বাড়িতে চারিদিকে আমার জিনিসপত্র। কিন্তু এমন জায়গাই আগুন লাগে যে, সেখানে কোনো মানুষ আগুন লাগাতে পারে না। এই দৃশ্য দেখার পরে সবাই বলছে এগুলো অলৌকিক ঘটনা। জ্বিনের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নেড়ে দেওয়া ভেজা কাপড়েও দাউ দাউ করে আগুন জ্বলে। আগুন নেভাতে পানি দিলে তা আরো বেড়ে যায়। এই আগুন কোনোভাবেই নেভানো যায় না। এক জায়গা আগুন নেভাতে গেলে অন্যত্র আগুন লাগে। এভাবেই বিক্ষিপ্তভাবে আগুন লাগছে।

ঘটনার পর থেকে নূর ইসলামের ছোট মেয়ে নবম শ্রেণির ছাত্রী সানজিদা অস্বাভাবিক আচরণ করছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এ ঘটনায় অনেক কবিরাজের শরণাপন্ন হলেও সমাধান পাচ্ছেন না তারা।

এ অবস্থায় সবার সহযোগিতা চেয়েছেন নূর ইসলাম। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –