• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

গোর-এ-শহীদ ময়দানে ইদের জামাত, বিশেষ ট্রেনের ব্যবস্থা

প্রকাশিত: ১৫ জুন ২০২৪  

দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ইদুল-আজহার জামাতে পার্শ্ববর্তী জেলা-সহ দূরদূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৫ই জুন) গোর-এ-শহীদ ইদগাহ পরিদর্শন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ কথা বলেন। ইদ জামাতের প্রস্তুতি প্রসঙ্গে হুইপ বলেন, জেলাপ্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে ইদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং সমগ্র ইদগাহ সিসিটিভির আওতায় আনা হয়েছে। ইদগাহ পরিদর্শনের সময় হুইপের সঙ্গে ছিলেন দিনাজপুরের জেলাপ্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।    

উল্লেখ্য, দিনাজপুরের গোর-এ-শহীদ ইদগাহে সকাল সাড়ে ৮ টায় ইদুল-আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –