• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

পদ না পেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪  

ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। ছাত্রদলের রাজনীতি না করার ঘোষণাও দিয়েছেন তিনি।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম বলেন, এতকিছু করেও যে সংগঠনে আমার জায়গা হয় না, সেই সংগঠন আমার না, আমার না, আমার না! আজকের পর থেকে দয়া করে কেউ রাজনৈতিক আলাপচারিতা করবেন না!

এরপর আরো একটি পোস্ট দেন তিনি। সেখানে ছাত্রদলের রাজনীতি না করার ঘোষণা দেন।

তারিকুল ইসলাম ফেসবুক পোস্টে লেখেন, ‘জীবনটা ব্যতিরেকে সবকিছুই দিয়েছি এ সংগঠনকে। নিজেকে ঠকিয়েছি, নিজের মেধা ও যোগ্যতাকে ঠকিয়েছি, পরিবারকে ঠকিয়েছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি অনেক বছর যাবত। বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ রেজাল্টধারীদের একজন হয়েও চাকরির পিছনে ছুটি নাই। যদিও রাজনীতি না করলে অনায়াসে যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হতে পারতাম।

সম্প্রতি ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এ কমিটিতে পদ না পেয়েই এ ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –