• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

হজের সময় অতিরিক্ত ভিড় ঠেকাতে যা করলো সৌদি

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

হজের সময় অতিরিক্ত ভিড়ের সমস্যা থেকে পরিত্রাণ পেতে ব্যবস্থা নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা থেকে তিন লাখের বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশিকে সরিয়ে নেয়া হয়েছে। এসব বিদেশি প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে এসেছেন।

এছাড়া সৌদি কর্তৃপক্ষ আরো ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে আটক করেছে, যারা সৌদি আরবে অবস্থান করছে কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিট নেই।

আগামী ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। প্রতিটি দেশের হজযাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে।

মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –