• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থে

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসুচী-৩(আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন কুড়িগ্রাম জেলার  চর রাজিবপুর উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা এর সভাপতিত্বে উপজেলার ৩০ জন নারী কর্মীদের গত ৪ বছরের সঞ্চয়কৃত অর্থ প্রত্যেকেই ১ লক্ষ ৩০ হাজার ৬৩৩ টাকা করে  মোট ৩৯ লক্ষ ১৮ হাজার ৯৯০টাকার  চেক বিতরণ করা হয়।

এলজিইডি,চর রাজিবপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় আয়োজিত  চেক  ও সনদ বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন আলহাজ্ব অধ্যাপক আবদুস সবুর ফারুকী সাবেক আ.লীগ সভাপতি। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –