• বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৩ ১৪৩১

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠন, সভাপতি ড. ইউনূস

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪  

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও ছাত্র আন্দোলনে শহিদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, এ ফাউন্ডেশনের ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এটার নিবন্ধনও করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের সভাপতি। আর সেক্রেটারি হচ্ছেন মীর মাহবুবুর রহমান, তিনি শহীদ মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ।

তথ্য উপদেষ্টা বলেন, কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক। দক্ষতার জন্য তাকে এই পেশায় রাখা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন এস মুরশিদ। এতে আরো ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –