• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ

প্রকাশিত: ১৯ জুন ২০২৪  

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে জেলার বীরগঞ্জে মা ও তার ৭ মাস বয়সী শিশুসন্তান এবং সকালে ফুলবাড়ীতে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক মারা যান।

নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকার মাহাবুব ইসলামের স্ত্রী খাইরুন আক্তার (২৫) ও তার ৭ মাস বয়সী শিশু সন্তান আবুজার এবং হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের হারেজ আলীর ছেলে অ্যাম্বুলেন্সচালক এহসান হোসেন (৩০)।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সকাল ১০টার দিকে উপজেলার রাজারামপুর এলাকায় শ্যামলী পরিবহনের সঙ্গে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক এহসান হোসেনের মৃত্যু হয়।

এদিকে দশমাইল হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিকেলে বীরগঞ্জ উপজেলার দলুয়া পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি ভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ভ্যানে তিনজন যাত্রী ছিলেন, তারা স্বামী-স্ত্রী ও তাদের ৭ মাসের শিশুসন্তান।

তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা খাইরুন আক্তার ও তার শিশুসন্তান আবুজারকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় মাহাবুব ইসলাম ও ভ্যানচালক আহত হয়েছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –