• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, কোনো কর্মকর্তা অনিয়ম এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন, কোনো গাফিলতি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকেলে দিনাজপুর জেলা স্কুল অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৩টি উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেউ কোনো বাধা প্রদান করলে, সে যেই হোক ছাড় দেওয়া হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন শুধু সুষ্ঠু নির্বাচন চিনে। এর বাইরে কাউকে চিনে না।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –