• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

হাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৩১ মে ২০২৪  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি, সিএসই, বিজনেস স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ ও বিজ্ঞান অনুষদের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য “বেসিক প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

শুক্রবার হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আইকিউএসির কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এম.কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ রইস । 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –