• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

হাসপাতালে গরিবদের জন্য কোটা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২১ জুন ২০২৪  

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, এভারকেয়ার কিংবা ল্যাবএইড এই জাতীয় ব্যয়বহুল হাসপাতালগুলোতে গরিব রোগীদের জন্য কোটা রাখতে হবে।

তিনি বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসার কোয়ান্টিটি নয়, কোয়ালিটির দিকে বেশি জোর দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতাল পরিদর্শনের সময়ে সাংবাদিকদের এসব বলেন মন্ত্রী। 

ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসা সেবা যেন বাণিজ্য না হয়ে প্রকৃত সেবায় রূপ নিতে পারে সে দিকে নজর দিচ্ছেন তিনি।

তিনি বলেন, নানা সময়ে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসা নিয়ে সমালোচনা রয়েছে। তাই তাদের আরো আন্তরিক হয়ে নিজেদের প্রমাণ করতে হবে।

হাসপাতাল পরিদর্শনের সময় কাজের ক্ষেত্রে কিছু অবহেলা ও প্রটোকল না মানার প্রবণতা রয়েছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মেনে নিয়ে শুধরে নেয়ার প্রতিজ্ঞা করে। সেই সঙ্গে বিগত দিনের জন্য দুঃখপ্রকাশ করে কর্তৃপক্ষ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –